হোম > ছাপা সংস্করণ

ভাইয়ে ভাইয়ে লড়াই

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন আরেক ভাই। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির হোসেন মোল্লা ও তাঁর ছোট ভাই দিদার হোসেন মোল্লা। এদিকে তাঁদের পিতা সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লাও একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

জানা যায়, বড় ভাই জাকির হোসেন মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ছোট ভাই দিদার হোসেন মোল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাঁদের বাবা একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।

৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৪৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৩১৩ জন ও পুরুষ ভোটার ১ হাজার ৩৩৪ জন। আগামী ২৮ নভেম্বর এই ইউপিতে ভোট গ্রহণ হবে। দুই ভাই ছাড়া এ ওয়ার্ডে তাঁদের চাচাতো ভাই সুফিয়ান মোল্লা এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিদার হোসেন মোল্লা বলেন, ‘এ ভোট আমাদের পারিবারিক বন্ধনে কোনো চিড় ধরাবে না। ইউপি সদস্য প্রার্থী হওয়ার জন্য অনেক বছর থেকেই আমি জনগণের সেবা করে যাচ্ছি। তাঁদের যেকোনো আপদে-বিপদে ছিলাম। তাঁরা আমাকে বিগত দিনের ভালোবাসার প্রতিদান হিসেবে বিজয়ী করবেন এ ব্যাপারে আমি আশাবাদী।’

জাকির হোসেন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে আমার ভাই প্রার্থী না হয়ে আমাকে সমর্থন দিলে ভালো হতো। আপন ভাই হলেও ভোটের মাঠে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে নিজ নিজ অবস্থান থেকে। জনগণ আমার বিগত দিনের ভালো কাজের মূল্যায়ন করবেন এটাই আমার প্রত্যাশা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ