৫ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে কমলগঞ্জে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা।
সাতই মার্চের পর কমলগঞ্জের রাজনীতির কেন্দ্রবিন্দু শমশেরনগর উত্তপ্ত হয়ে ওঠে।
মুক্তিযোদ্ধা আব্দুল খালিক জানান, মুক্তিযুদ্ধে কমলগঞ্জকে খণ্ডে খণ্ডে যুদ্ধ করে মুক্ত করা হয়েছে। ৬০ জনের একটি দল তৈরি করে শমশেরনগর বিমানঘাঁটিতে ট্রেনিংয়ের কাজ চলতে থাকে।
১০ মার্চ ক্যাপ্টেন গোলাম রসুলের নেতৃত্বে পাকিস্তানি সেনারা মৌলভীবাজারে অবস্থান নেয়। ২৩ মার্চ তৎকালীন ছাত্রনেতা নারায়ণ পাল ও আব্দুর রহিম পাকিস্তানি পতাকা পোড়ানোর দায়ে গ্রেপ্তার হলেও তীব্র আন্দোলনের মুখে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কমলগঞ্জ ছিল বামপন্থীদের সুদৃঢ় ঘাঁটি। তারা মওলানা ভাসানী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ৩ ডিসেম্বর শমশেরনগর এলাকা শত্রুমুক্ত হয়।
৫ ডিসেম্বর কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধের পর কমলগঞ্জ থেকে পাকিস্তানি সেনারা পালিয়ে যান।