হোম > ছাপা সংস্করণ

সৌদিতে দুর্ঘটনায় মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

আগামী ২৫ সেপ্টেম্বর বাড়ি আসার জন্য কোম্পানি থেকে ছুটি নিয়েছিলেন মো. সোহেল শিকদার। গত রোববার ছিল তার শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসেই পৃথিবী থেকে শেষ বিদায় নিতে হলো প্রবাসে থাকা শিবচরের এই মানুষটিকে। গত রোববার সকালে সৌদি আরবের আল কাসিম এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার সময় ব্রয়লার বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়। রোববার রাতে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পরিবারে। নিহত সোহেল শিকদার শিবচরের পাঁচ্চর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর ধরে সৌদি আরবে থাকেন সোহেল শিকদার। গত দেড় বছর আগে একবার বাড়ি এসেছিলেন। তার ৪ বছর বয়সী ছেলে ও ৭ মাস বয়সী এক মেয়ে রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল তার। গত রোববার ছিল শেষ কর্মদিবস। সকালে কাজে যাওয়ার পর বাংলাদেশ সময় সকাল দশটার দিকে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন সোহেল। পরে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রুবিনা আক্তার বলেন, ‘আগামী শনিবার বাড়ি আসার কথা ছিল। ছুটি নিয়ে সব গোছগাছ করেছিল। অথচ আর আসা হলো না তার। আমার ছেলেমেয়ে এতিম হয়ে গেলো।’

নিহতের মামাতো ভাই আতিকুর রহমান পাভেল বলেন, ‘সোহেল আমার ফুপাতো ভাই। ৮-৯ বছর ধরে সে বিদেশে কাজ করছে। আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) তার বাড়ি আসার কথা ছিল।’

নিহত সোহেলের বাবা রাজ্জাক শিকদার বলেন, ‘আর পাঁচ দিন পরেই দেশে আসার কথা ছিল সোহেলের। গত রোববার কোম্পানিতে শেষ কাজ ছিল।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলের লাশ দ্রুত দেশে আনা হোক। শেষ দেখা দেখতে চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘সকালে বিষয়টি জানতে পারি। ঘটনাটি খুবই মর্মান্তিক। আগামী সপ্তাহেই তার দেশে আসার কথা ছিল। দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ