হোম > ছাপা সংস্করণ

কাউখালীতে সরকারি বইসহ ৫টি ভ্যানগাড়ি জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই অবৈধভাবে বিক্রির সময় স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সহযোগিতায় বইসহ পাঁচটি ভ্যানগাড়ি জব্দ করেছে প্রশাসন। গত সোমবার সন্ধ্যায় জোলাগাতি স্কুলের সামনে সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় বইসহ ভ্যানগাড়িগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার জোলাগাতী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী ও সহকারী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন কুষ্টিয়া জেলার শিলাইদহের আমিন উদ্দিনের ছেলে মো. কামালের কাছে বইগুলো বিক্রি করেন। কামাল পিরোজপুর জেলার যুব উন্নয়ন কার্যালয়ের পাশে বাসা ভাড়া করে ভাঙারির ব্যবসা করেন।

কামাল হোসেন বলেন, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ৩ এপ্রিল তাঁর সঙ্গে যোগাযোগ করে বইগুলো বিক্রির প্রস্তাব দেন। সে অনুযায়ী সোমবার তিনি পাঁচটি ভাড়া করা ভ্যানগাড়ি নিয়ে স্কুলে উপস্থিত হন। বইগুলো ওজন দিয়ে ভ্যানে তোলা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কাছে ৭২০ কেজি বই ও অন্যান্য কাগজ ৮০ কেজি ক্রয় করেছেন বলে লিখিত স্বীকারোক্তি দেন কামাল হোসেন।

ভ্যানচালক মো. শরিফুল ইসলাম বলেন, কামাল পাঁচটি ভ্যান ভাড়া করে তাঁদের এখানে নিয়ে এসেছেন পুরোনো কাগজপত্র নেওয়ার কথা বলে। তাঁদের একটি ভ্যানে ৫০০ কেজি ধারণ ক্ষমতা রয়েছে। পাঁচটি ভ্যানে প্রায় ২ হাজার ৫০০ কেজি বই পিরোজপুরে নেওয়ার জন্য রওনা হন তাঁরা। এ সময় তাঁদের ভ্যানগুলো পুলিশ থানায় নিয়ে যায়। বইগুলো অবৈধ কি না, তা জানেন না বলে জানান এই ভ্যানচালক।

প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, পুরোনো কাগজপত্র এবং বই রাখার জায়গা সংকট থাকায় বইগুলো বিক্রি করা হয়েছে। তবে বই বিক্রির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলে স্বীকার করেন তিনি।

স্কুল কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বই বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ চুরি করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি বলেন, ‘সাংবাদিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। পাঁচটি ভ্যানভর্তি বই পুলিশ, স্থানীয় জনগণ এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে স্কুলের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে।’

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন বলেন, ভ্যানগাড়িগুলো থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং বইগুলো স্কুলের একটি কক্ষে জব্দ করে রাখা হয়েছে।

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় বই ও ভ্যানগাড়িগুলো জব্দ করা হয়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ