অনন্য শিক্ষাব্যবস্থা, স্বীকৃত গবেষণাকর্ম, স্কলারশিপ এবং সৃজনশীল মুক্তচিন্তার পরিবেশ হিসেবে পরিচিত সুইডেন। তাই উচ্চশিক্ষায় সুইডেন অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে। তা ছাড়া এখানে রয়েছে বিশ্বের নামকরা কিছু বিশ্ববিদ্যালয়। সুইডেন মূলত দুই ধরনের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সুইডিশ সরকার কর্তৃক প্রদানকৃত। তেমনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডিশ সরকার। এই স্কলারশিপ হলো সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল। সুইডিশ সরকার কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে দুই বছরের স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইডিশ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান এবং সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
ভর্তির যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
দুটি প্রাথমিক ধাপে আবেদন করতে হবে। প্রথমে ১৬ জানুয়ারি ২০২৩-এর মধ্যে এই ওয়েবসাইটে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে আবেদনকারীকে আট সংখ্যাবিশিষ্ট একটি ব্যক্তিগত আবেদন নম্বর প্রদান করা হবে।
দ্বিতীয় ধাপে, আবেদনকারী স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে, স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ১০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে ডিজিটালভাবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে: https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-
professionals/
অনুবাদ: মুসাররাত আবির