হোম > ছাপা সংস্করণ

ইটভাটার শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইটভাটার শ্রমিক আনোয়ার হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রামগতি থানায় নিহত আনোয়ারের বাবা আবদুস সহিদ অভিযুক্ত খবির মাঝি ও তাঁর ছেলে হৃদয় হোসেনসহ তিনজনকে আসামি করে এ মামলা করেন।

এদিকে গতকাল সকালে আটক খবির মাঝিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে খবির মাঝি ও তাঁর ভাই ইটভাটার মালিক খলিল মাঝিকে আটক করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় খলিল মাঝিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক খবির মাঝিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রামগতি উপজেলার চর আলগীর হাসান হোসাইন এলাকার হতদরিদ্র আবদুস সহিদের ছেলে আনোয়ার হোসেন ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। খাগড়াছড়ির দীঘিনালার কে বি ব্রিকফিল্ডে খলিল মাঝির ভাই খবির মাঝির সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করতেন আনোয়ার। চুক্তি অনুযায়ী ছয় মাস কাজ করার কথা থাকলেও আনোয়ার পাঁচ মাস কাজ করেন। এরপর তিনি বাড়িতে চলে আসেন। মাসখানেক আগে জোর করে আনোয়ারকে সেই ব্রিকফিল্ডে পাঠানো হয়। ১ মে আনোয়ার হোসেন আবারও বাড়িতে আসেন। পরদিন খলিল মাঝি তাঁর মালিকানাধীন ইটভাটার অফিসে ডেকে নেন। পরে আটকে রেখে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয় বলে জানান আনোয়ার হোসেনের পরিবারের লোকজন।

স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাতে গেলে ইটভাটা মালিকের ভয়ে কোনো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারেননি আনোয়ার হোসেন। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আনোয়ার হোসেনকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। গত বুধবার রাতে মারা যান আনোয়ার হোসেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় লোকজন। পুলিশ বিষয়টি জানার পর দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ