ময়মনসিংহে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করায় টিপটপ বেকারী মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় শিববাড়ি এলাকার টিপটপ বেকারিতে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। এ সময় কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, অনুমোদিত সামগ্রী ব্যবহার করে বেকারী পণ্য উৎপাদন, পোড়া তেল সংরক্ষণ করা, ময়লা-নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় এই জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।