অর্থ আত্মসাৎ মামলার আসামিকে জামিন দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। তাঁকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও পরিচালক ফাহিম আরিফ মোতাহারের জামিন স্থগিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, হোটেল নির্মাণের কথা বলে প্রায় ১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কবির ও ফাহিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ১৮ মার্চ এই দুজনকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে বাদীপক্ষ।