কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউপির দুই চেয়ারম্যান প্রার্থী মো. সাজন উদ্দিন ভূঁইয়া ও মো. শরীফ উদ্দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হওয়া মনোনয়নপত্র আপিলে বৈধতা পেয়েছে। গতকাল শনিবার দুপুরে শুনানি শেষে আপিল মঞ্জুর করেন আদালত। এ নিয়ে কাস্তুল ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা দাঁড়াল সাতজন। আগামী পাঁচ জানুয়ারি অষ্টগ্রাম উপজেলার আট ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। এ সময় কাস্তুল ইউনিয়নের দুই চেয়ারম্যান পদ প্রত্যাশী মো. সাজন উদ্দিন ভূঁইয়া ও মো. শরীফ উদ্দিনের মনোনয়নপত্র পলাতক ও ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়। পরে তাঁরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। এর পর শনিবার দুপুরে শুনানি শেষে আপিল মঞ্জুর করেন আদালত। ফলে উভয় প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাঁধা থাকল না।
শরীফ উদ্দিন বলেন, ‘আমার আবেদন মঞ্জুর হওয়ায় নির্বাচন করতে আর কোনো বাঁধা নেই।’
সাজন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সব কুটচাল মাড়িয়ে আপিলে আমার প্রার্থিতা বৈধ হলো, এটাই তার প্রমাণ।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। তাঁদের নির্বাচন করতে কোনো বাঁধা নেই।