নওগাঁর পোরশায় ধানখেত থেকে আল আমিন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার শরিয়ালা পূর্বপাড়া এলাকার একটি মাঠের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আল আমিন জেলার পত্নীতলা উপজেলার শিবপুর বাজার এলাকার আবু তাহেরের ছেলে।
গ্রেপ্তার দুজন হলেন পোরশার শরিয়ালা পূর্বপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে শাখিলা (২০) ও তাঁর স্বামী মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে আরস মাওলা (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন আল আমিন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আল আমিনকে না পেয়ে গত ১৯ নভেম্বর তাঁর মা বিষয়টি পুলিশকে জানায়। পরে আল আমিনের মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শাখিলা-আরস মাওলা দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যে শনিবার সন্ধ্যায় ধানখেত থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।
পোরশা থানার ওসি শফিউল আজম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।