হোম > ছাপা সংস্করণ

যৌথ মিশনে নাঈম-মিম

গ্রামের এক সাধারণ মেয়ে নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। পুলিশের সাহায্য চায় সে। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় পাঠায়; কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারছে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। যে কি না সন্ত্রাসীদের ত্রাস। মাহিদকে থামানোর জন্য তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল স্ত্রীকে। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে এক সঙ্গে মিশন শুরু করে তারা। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এদেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলারে আঁচ পাওয়া গেল এমন গল্পের। সিরিজটিতে মাহিদ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও নীরা চরিত্রে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

নতুন ওয়েব সিরিজটি নিয়ে এফএস নাঈম বলেন, ‘মিশন হান্টডাউনে অভিনয় করার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। বলা যায় এক ধরনের সাধনার মতো। চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি। দারুণ একটি কাজ হয়েছে, এখন বাকি বিচারের ভার দর্শকদের ওপর।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিচালক সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ আমাকে এবারও একটি কঠিন চরিত্রকে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ দিয়েছেন। আমি চেষ্টা করেছি ক্যামেরার সামনে নীরা হয়ে উঠতে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। আশা করছি, সিরিজটি রিলিজের পরও দর্শকদের এই ভালোবাসা, আগ্রহ বজায় থাকবে।’

পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন-থ্রিলারের মতো ওয়েব সিরিজ নির্মাণের জন্য অভিজ্ঞ টিম এবং সহায়ক বাজেটের দরকার হয়। আমাদের দেশে এই দুটোরই অভাব রয়েছে। হইচইকে ধন্যবাদ, তারা আমাদেরকে এমন একটি সিরিজ তৈরি করতে সব ধরনের সহযোগিতা করেছে। আমার বিশ্বাস মিশন হান্টডাউনের মতো একটি সুন্দর গল্পের ভিন্নধর্মী উপস্থাপন উপভোগ করবে দর্শক।’

নাঈম-মিম ছাড়াও সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, এ কে আজাদ সেতু প্রমুখ। কোরবানির ঈদ উপলক্ষে ২৮ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হবে সিরিজটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ