হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণশ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। শতাধিক শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে থার্ড টার্মিনালের ভেতরের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে থার্ড টার্মিনালের সীমানাপ্রাচীর (বর্তমান ভিভিআইপি টার্মিনালের সামনে) এবং থার্ড টার্মিনালে যাওয়ার রাস্তার ওপর অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন।
তৃতীয় টার্মিনালের নির্মাণশ্রমিকদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা কেটে নেওয়া, নিম্নমানের খাবার দেওয়া, সময়মতো বেতন না দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কনকর্ড গ্রুপের শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সীমানাপ্রাচীর এবং থার্ড টার্মিনালের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আন্দোলন করেন দিনের শিফটের শ্রমিকেরা।