ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে বগাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ওই বিদ্যালয়ে সকাল ৯টা থেকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। স্থানীয় আকতার হোসেন সরকার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই টিকাদান কেন্দ্রে নারী-পুরুষ দীর্ঘ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন। বুধবার এক হাজার ২১৫ জন টিকা গ্রহণ করেছেন।
স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম ও মনিরুজ্জামান মনি এই টিকা দেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান এই কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।