হোম > ছাপা সংস্করণ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা যুবক গ্রেপ্তার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘাস মারা কীটনাশক পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গত ২৮ নভেম্বর এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী শাহনাজ খাতুনের (২০) বাবা সাহেব আলী। শাহনাজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত সোমবার রাতে সাহেব আলী মিরপুর থানায় জামাতা হৃদয় আলীর (২২) নামে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, ৯ মাস আগে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের শাহনাজ খাতুনের সঙ্গে পারিবারিকভাবে ধুবইল ইউনিয়নের গোবিন্দগোনিয়া গ্রামের শরীফের ছেলে হৃদয়ের বিয়ে হয়।

সাহেব আলী বলেন, আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ নিয়ে তাঁর স্বামীর সঙ্গে সব সময় মনোমালিন্য চলতে থাকে। ২৭ নভেম্বর সন্ধ্যায় মেয়ে ও জামাতা আমার বাড়িতে বেড়াতে আসে। সকালে মেয়ের হাতে একটি ফিজআপের বোতল ধরিয়ে বলে এ ওষুধটি খেলে পেটের বাচ্চা সুস্থ থাকবে। এরপর সে চলে যায়। ২৮ নভেম্বর দুপুরে ফোন করে হৃদয় জানতে চায় ওষুধটি খেয়েছে কি না। পরে শাহনাজ ফিজআপের বোতলের থাকা পানি পান করে এবং সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়।

সাহেব আলী বলেন, পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হৃদয়কে খবর দিলে সে হাসপাতালে এসে ঘাস মারা বিষের কথা স্বীকার করে। এরপর থেকে সে পলাতক ছিল। শাহনাজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে লড়ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, শাহনাজের বাবা সোমবার রাতে হৃদয়ের নামে মামলা করেছেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুভ্র প্রকাশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ