বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়ন হয়েছে বলেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। পাহাড়ে শান্তির জন্য সবার সংযত ও আন্তরিক প্রয়োজন বলে মনে করেন তিনি। গত বুধবার আজকের পত্রিকাকে তিনি এই কথা বলেন। একেএম জাহাঙ্গীর বলেন, ‘সরকার চুক্তির অবশিষ্ট ধারার কিছু অংশ বাস্তবায়ন করছে। কিন্তু সন্তু লারমা ও জেএসএস সময়ে সময়ে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করছেন, তা একেবারেই সত্য নয়। এতে পাহাড়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টি হচ্ছে।’