বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে স্থানীয় এক বাসিন্দা নিহত হয়েছেন। এ ছাড়া এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম থোয়াইনু মারমা (৪২)। তিনি ওই পাড়ার নজিরা মারমার ছেলে। আহত নারীর নাম ক্রাচিং প্রু মারমা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে তারাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উথোয়াই মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় তালুকদার পাড়ায় থোয়াইনু তাঁর ছোট ভাইয়ের ঘরে বসে ভাত খাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা ওই ঘরে এসে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই থোয়াইনু মারা যায়। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে ক্রাচিং প্রু মারমা নামের এক নারী আহত হয়েছেন। স্থানীয় লোকজনের কাছ থেকে এ তথ্য আমি জেনেছি। তবে আহত নারীর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারিনি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতের এ ঘটনার পর পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। লোকজন আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তবে ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার গণমাধ্যমকর্মীদের কাছে হতাহতের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে এ হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।