প্রযুক্তির দক্ষতা প্রয়োগে টেকসই উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, ‘প্রযুক্তির দক্ষতা ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন নিশ্চিতে সক্ষম হব। তাই বর্তমান সরকার প্রযুক্তিগত দক্ষতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে আইইবির পুরকৌশল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন শরীফ আহমেদ।
‘কংক্রিটের ভবনে এসিআই ৩১৮ বিল্ডিং কোডের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল কোড কাউন্সিলের কনসালট্যান্ট ড. সতেন্দ্র কুমার ঘোষ। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম আখতার; আরবান রেজিলিয়েন্স প্রকল্প, রাজউক অংশের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ হেলালী; আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর, আইইবি পুরকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী।
সেমিনারে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কোনোভাবেই অমান্য করা যাবে না। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে কোডকে বাস্তবভিত্তিক করতে হবে। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।’