হোম > ছাপা সংস্করণ

কাশিয়ানীতে গুজব ছড়ানোর প্রতিবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দাঙ্গা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বেথুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ মিয়া এ সংবাদ সম্মেলন করেন।

উপজেলার রামদিয়ার বাজারে তাঁর নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান মিয়া। তাঁর জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে নড়াইলের কৃষ্ণ ঢালীর পারিবারিক মন্দিরে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মন্দিরে এনে তাঁর প্রতীকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করান।

গত সোমবার নভেম্বর বিষটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার কিছুক্ষণ পরেই ইমরুল হাসান সমর্থিত বেশ কিছু লোক জড় হয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুরের গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে সেখানে বিক্ষোভ করে। বিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়।

ফারুক আরও আহমেদ বলেন, ইমরুল হাসান ও তাঁর লোকজন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছেন তার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে শান্তির দাবিও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ