জয়পুরহাটের আক্কেলপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এনায়েতুর রহমান আকন্দ স্বপন। আর সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ারুল ইসলাম বাবলুর নাম ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ সম্মেলন হয়। আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে শুরু হওয়া ওই যৌথ সম্মেলন চলে মধ্যরাত পর্যন্ত।
একইভাবে পৌর যুবলীগের সভাপতি পদে তানসেন হক রনি, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সাদ্দাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে কাজী আরাফাত সঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শুভ ও ছাত্রলীগের সভাপতি পদে তপু হোসেন, সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান সজিবের নাম ঘোষণা করা হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ১১টায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপস্থিতিতে পৌর আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সাংসদ, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন যৌথ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।