হোম > ছাপা সংস্করণ

দুই বিদ্রোহী প্রার্থীর দল থেকে পদত্যাগ

ভোলা প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি। এই নির্বাচন ঘিরে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নে জমে উঠেছে প্রচার। উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। তাঁরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বাড়ছে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের নেতারা চিন্তিত হয়ে পড়েছেন বলে জানা গেছে। বহু অনুরোধ করেও থামানো যাচ্ছে না দলের বিদ্রোহ। আওয়ামী লীগের অনেক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দল থেকে বহিষ্কারের আগেই নিজেরাই দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। ইতিমধ্যেই সদর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দলের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করে তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।

আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তিনি ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ওই পদত্যাগপত্র ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের কাছে জমা দিয়েছেন। তিনি ইলিশা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক ও পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সহসভাপতি। এ ছাড়া একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটনও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে, তাদের পদত্যাগপত্র এখনো পাননি বলে জানিয়েছেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ