টিভি নাটকে এ সময়ের সম্ভাবনাময় মুখ মাখনুন সুলতানা মাহিমা। মাবরুর রশীদ বান্নাহর ‘কল্পতরুর গল্প’ নাটকে প্রথম দেখা যায় তাঁকে। এরপর একই নির্মাতার বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান। গত দুই বছরে বেশ কিছু প্রশংসিত নাটক উপহার দিয়েছেন মাহিমা। এবার তিনি যুক্ত হলেন ইমরাউল রাফাতের পরিচালনায় ‘তনয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
‘তনয়া’ মূলত সমাজবাস্তবতার সঙ্গে একটি মেয়ের সংগ্রামের গল্প। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন মাহিমা। তিনি বলেন, ‘গল্প শুনেই খুব অবাক হয়েছিলাম, এটা একটা সত্যি ঘটনা! একটা মেয়ের জীবনে এ রকম অঘটন ঘটে গেছে! বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমরা সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার পেছনের সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। এ পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে কঠিন চরিত্র হচ্ছে তনয়া।’
আজ বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ হবে ‘তনয়া’। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন ও এস এস জায়ান।