টাঙ্গাইলে এখন থেকে প্যাকেটের ওজন বাদ দিয়ে শুধু মিষ্টির মূল্য পরিশোধ করবেন ক্রেতারা। গতকাল বুধবার পাঁচআনী বাজারে জয়কালী মিষ্টান্ন ভান্ডারে প্যাকেটের ওজন ছাড়াই মিষ্টি পাওয়ার নতুন নিয়মের উদ্বোধন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক মির্জা মাসুদ রুবলসহ সাধারণ মিষ্টি ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। মির্জা মাসুদ রুবল বলেন, ‘আমরা আইন ও ক্রেতাদের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ব্যবসায়ীদের স্বার্থ যেন রক্ষা পায় সে অনুযায়ী কাজ করে যাব।’
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘মিষ্টি ব্যবসায়ীরা নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে মিটিং করেছেন। তাঁরা আমাদের বলেছেন নিয়ম নীতি মেনেই তাঁরা ব্যবসা করতে চান। তাই এখন থেকে প্যাকেটের ওজন ছাড়াই গ্রাহকদের মিষ্টি বুঝিয়ে দেবেন। আশা করি টাঙ্গাইল জেলার মিষ্টি ব্যবসায়ীরা এ নিয়ম মেনে চলবেন।’