গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী রোগীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি) এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১২ জানুয়ারি ভুক্তভোগী নারী রংপুর সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী আরিফা আক্তার ধাতুর গ্রামের লতিফুজ্জামান ওরফে লিয়নের স্ত্রী।
অভিযোগে জানা গেছে, আরিফা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কয়েক দিন আগে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের পরামর্শে রংপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল টেস্ট করান। টেস্টের রিপোর্ট নিয়ে গত ১২ জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার নভেরা ইসলামের কক্ষে যান। এ সময় নভেরা ইসলাম মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা শেষ হলে আরিফা তাঁর কাছে থাকা রিপোর্ট নভেরার কাছে উপস্থাপন করেন। একপর্যায়ে ওই রোগীকে গালিগালাজ করেন। রিপোর্টের কপিগুলো ছুড়ে ফেলে কক্ষ থেকে বের করে দেন আরিফাকে।
কথা হলে চিকিৎসক নভেরা ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ বানোয়াট। সারা দিনে অনেক রোগী দেখি। হয়ত কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলেছে, এই টুকুই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস বলেন, ‘অভিযোগ পেয়েছি, দুপক্ষের সাক্ষাৎকার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুর সিভিল সার্জন শামীম আহমেদ বলেন, ‘আমি নতুন জয়েন করেছি, বিষয়টি এখন পর্যন্ত অবগত নই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’