করোনার নতুন ধরন নিয়ে বিশ্বব্যাপী হইচই শুরু হয়েছে। তবে চীন এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলেও সাংহাইয়ে দেখা গেছে ভিন্ন চিত্র।
গত বৃহস্পতিবার নতুন করে তিনজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন কার্যক্রম। এমনকি কয়েকটি স্কুলও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব জিয়াংসু প্রদেশের জুঝো শহরের রাস্তায় যানবাহন চলাচল কমানো হয়েছে। করোনায় ‘জিরো টলারেন্স’ নীতিতে জোর দিতেই গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত আগস্টে চীনের সাংহাইয়ে সর্বশেষ করোনা শনাক্ত হয়। এবার হুট করেই এক দিনে তিনজনের দেহে করোনা শনাক্ত হলো। ধারণা করা হচ্ছে করোনার ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন তাঁরা।