হোম > ছাপা সংস্করণ

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে অপহরণের সাত দিন পর অপহৃতকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এ সময় আল আমিন (২১) নামের অপহরণকারীকে আটক করেছে তারা। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার ও আমিনকে আটক করে র‍্যাব। ওই তরুণীকে আল-আমিন তাঁর নানার বাসায় আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অপারেশন অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। এর আগে গত ৩ নভেম্বর সকাল ৯টার দিকে সাভারের উত্তর রাজাশন এলাকা থেকে ওই তরুণীকে অপহরণ করেন আল-আমিন। এ ঘটনায় অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, অভিযোগের ছায়া তদন্তের দায়িত্বে থাকা র‍্যাব অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে আল-আমিনকে আটক করে। ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রাখেন আল-আমিন। ওই তরুণীকে আল-আমিন একাধিকবার ধর্ষণ করেছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আল-আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ