হোম > ছাপা সংস্করণ

বকশিশ কম, হাসপাতালকর্মী ‘মেরেই’ ফেলল রোগীকে

বগুড়া প্রতিনিধি

‘বকশিশ’ কম দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে রোগীকে হত্যার অভিযোগ উঠেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) এক কর্মচারীর বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে গেছেন আসাদুজ্জামান ধলু নামের ওই কর্মচারী। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে অভিযোগ খতিয়ে দেখতে এরই মধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত ওই রোগীর নাম বিকাশ চন্দ্র কর্মকার (১৮)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। বিকাশের স্বজনেরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বিকাশ। প্রথমে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে বিকাশের সঙ্গে ছিলেন তার বাবা বিশু বিশ্বাস। তিনি জানান, মঙ্গলবার রাতে ছেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর মাথায় ব্যান্ডেজ করে মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে তিনতলার সার্জারি বিভাগে পাঠান চিকিৎসকেরা। জরুরি বিভাগের কর্মচারী ধলু স্ট্রেচারে করে বিকাশকে তিনতলায় নিয়ে মেঝেতে শুইয়ে দেন এবং ২০০ টাকা বকশিশ দাবি করেন। বিশু বিশ্বাস দেড় শ টাকা দিয়ে ৫০ টাকা পরে দেওয়ার কথা বলায় রেগে যান ধলু। তিনি অক্সিজেনের দাম বেশি বলে বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন। কিছুক্ষণের মধ্যেই বিকাশের নাক দিয়ে ফেনা বের হতে থাকে। একবার হেঁচকি দিয়ে তার শরীর নিথর হয়ে গেলে ধলু তড়িঘড়ি করে অক্সিজেন মাস্ক পরিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ধলু নিয়মিত কোনো কর্মচারী নন। দৈনিক মজুরির ভিত্তিতে মাঝেমধ্যে হাসপাতালে অস্থায়ী লোক নিয়োগ করা হয়। ধলুকে নেওয়া হয়েছিল করোনা টিকার বুথে কাজ করার জন্য।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসীন জানান, এ ঘটনা তদন্তের জন্য জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মনির আলী আকন্দকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় বিকাশের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা। তিনি জানান, ঘটনার পর থেকে ধলু পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় বিকাশের পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ