কক্সবাজারের টেকনাফ শিবিরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ তোহা বাহিনীর প্রধান ‘সন্ত্রাসী’ তোহাসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, গতকাল ভোরে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শালবাগান শিবির থেকে তোহা ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরের আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এপিবিএনের উপস্থিতি টের পেয়ে আরও ৬ থেকে ৭ জন পালিয়ে যায়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে ২৬ ও ২৭ নম্বর শালবাগান ও জাদিমুড়া শিবিরে পৃথক অভিযান চালিয়ে মো. নুর (২৫), আবদুর রহমান (২৪), আবুল ফয়েজ (৩৪) ও শামীনকে (২৩) গ্রেপ্তার করা হয়।