হোমনা বাজারের ফুটপাত দখলমুক্ত করা হবে বলে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানানো হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও হোমনা হাসপাতাল রোডে এলোমেলোভাবে সিএনজি অটোরিকশা পার্কিং বন্ধ করা হবে বলেও সভায় জানানো হয়।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে ওই সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শহিদউল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হকসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এ দিকে আগামী ২৮ নভেম্বর হোমনা উপজেলার ৯ ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সভায় আলোচনা হয়। এতে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নানা সিদ্ধান্ত হয়।