হোম > ছাপা সংস্করণ

এক ঘণ্টার ইউএনও

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে এক ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থী মোবাশ্বিরা সরকার আইরিন। কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এই আয়োজন করে। এতে ওই শিক্ষার্থীকে ইউএনওর দায়িত্ব দেওয়া হয়।

গতকাল রোববার ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে এ অনুষ্ঠান হয়। জেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের কাছ থেকে দায়িত্ব নিয়ে তাঁর পদে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে আইরিন।

ওই শিক্ষার্থী প্রথমে দায়িত্ব গ্রহণের জন্য লিখিত আবেদনের কপি তুলে দেয়। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এক ঘণ্টার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনকে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ দায়িত্ব পালন করে সে।

দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিদিন কী কী কাজ করেন, সে বিষয়গুলো আইরিনকে জানান বাঁধন। দায়িত্ব পালন শেষে পুনরায় দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

মোবাশ্বিরা সরকার আইরিন শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। যেসব পদে নারীর অংশগ্রহণ কম, সেসব পদে কন্যাশিশুদের আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে। শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে, চলমান শিশু অধিকার সপ্তাহ এবং আজ সোমবার কন্যাশিশু দিবস উপলক্ষে এ আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মনি রায় প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ