শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার দেউলী ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পারুল বেগম ও তার মেয়ে জাহানারা বেগম।
জানা যায়, উপজেলার দেউলী ইউনিয়নে এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করেন পারভেজ নামের এক যুবক। পরে ১৯ নভেম্বর অপহৃত ছাত্রীর বাবা পারভেজসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনোয়ারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।