পার্বত্য তিন জেলার বিভিন্ন এলাকায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বান্দরবানে সভায় বক্তারা বলেন, শ্রমিক লীগ ঐক্যে বিশ্বাসী। তাঁরা যেকোনো আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করে আন্দোলনকে বেগবান করে তোলে। তবে শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি যেন পায় সে ব্যাপারেও আপসহীন। আমাদের বান্দরবান ও রাঙামাটি প্রতিনিধির পাঠানো খবর:
বান্দরবান: বান্দরবানে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শ্রমিক লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এই সভায় হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মুছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবদুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. রফিক, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর ও যুবলীগের জেলা আহ্বায়ক কেলুমং মারমা।
রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচরে গতকাল বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা।