যশোর প্রতিনিধি
মাদক মামলায় এক বৃদ্ধাকে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ আবুবকর সিদ্দিক সাত শর্তে এ আদেশ দেন। শর্ত মেনে প্রবেশন কর্মকর্তার অধীনে থেকে বাড়িতেই তাঁকে তিন বছর সাজা ভোগ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌসুঁলি নজরুল ইসলাম বকুল।
আসামি পক্ষের আইনজীবী কাজী মসরুল মুর্শীদ বাপী জানান, ২০১৫ সালের মাদকের একটি মামলার রায় ঘোষণা করা হয়।
প্রবেশনে মুক্তির শর্তগুলো হলো, আসামি অক্ষরজ্ঞানহীন হওয়ায় নিজ এলাকার বয়স্ক শিক্ষা কেন্দ্রে শিক্ষা গ্রহণ করবেন।