হোম > ছাপা সংস্করণ

ছাত্রী হত্যায় জড়িতদের বিচার চেয়ে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জের স্কুলছাত্রী লিমা আক্তারকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর-গাইবান্ধা সড়কে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৌশিক আহমেদ রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম কামরুল হুদা রাজু, প্রভাষক আল-মামুন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, লিমার বড় ভাই মাজেদুর রহমান লিমন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লিমাকে (১৪) প্রতিবেশী শাকিল মিয়া অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে ১৮ দিন রাখার পর তাকে হত্যা করে ঝুলিয়ে রাখেন। পরে ইপিজেড থানা-পুলিশ লিমার লাশ উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

বক্তারা এই মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও গ্রেপ্তারকৃতদের বিচারের জোর দাবি জানান।

লিমা ধর্মপুর গ্রামের আবদুল লতিফ মিয়ার মেয়ে। তাকে অপহরণের ঘটনায় ৫ অক্টোবর থানায় মামলা করেন তার বাবা। পরে ১১ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে লিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। এ ঘটনায় গ্রেপ্তার আছেন দুজন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ