হোম > ছাপা সংস্করণ

কনস্টেবল পদে নির্বাচিত ৬৪

কুড়িগ্রাম ও পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরপি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬৪ জন। গত বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।

পঞ্চগড়: গত বুধবার রাতে পঞ্চগড় জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল বের হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ২১ পদের জন্য মোট ২১ জনসহ আরও পাঁচজনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।

সূত্র জানায়, পঞ্চগড়ে কনস্টেবল পদে চাকরিতে কোটাও মানা হয়েছে দৃঢ়ভাবে। ২১ শূন্যপদের বিপরীতে অনলাইনে আবেদন পড়ে কয়েক হাজার। সেখান থেকে বাছাই করে প্রাথমিকভাবে ৮৪৮ জনকে নির্বাচিত করা হয়। শারীরিক পরীক্ষা শেষে ২৮৩ জনকে ডাকা হয় লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা শেষে ৬৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ পুরুষ কোটায় ১০ জন, মহিলা কোটায় ৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ জন, এতিম কোটায় ২ জন ও পুলিশ পোষ্য কোটায় ১ জনসহ ২১ জন প্রার্থী মাঠপর্যায়ে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, সরকার ও পুলিশের ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় কোনো রকম তদবির, ঘুষ ছাড়া এ কার্য সম্পাদন করা হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে টিআরপি পদে নির্বাচিত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৩৭ জন পুরুষ রয়েছেন। গত বুধবার দিনভর মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা শেষে ওই দিন রাত ১১টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৪৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

গত বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ লাইনস হাসপাতালে এই ৪৩ জনের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর পুলিশ বিভাগের খরচে তাঁদের আগামী ৩০ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে গিয়ে বিনা খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা (আরও) এসআই মো. রাসেল মাহমুদ।

রাসেল আরও জানান, কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এই তিন দিন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা গ্রহণ করা হয়। এতে এক হাজার ৭২০ জন আবেদনকারীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হন। এরপর ১৭ নভেম্বর মাপে ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪০ জন।

এরপর বুধবার সকাল ১০টা থেকে দিনভর মৌখিক মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চিলমারী (কুড়িগ্রাম) ও পঞ্চগড় প্রতিনিধি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ