কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভোটের ৯ দিন আগে মারা গেছেন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মেনেকা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে কচাকাটা ইউনিয়নের ছাটবাড়ি গ্রামে নিজ বাড়িতে মারা যান।
মেনেকা বেগম কচাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ২ নম্বর সংরক্ষিত আসনে সদস্য পদে বক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাঁর স্বামী গোলাপ উদ্দিন জানান, শুক্রবার সকালে মেনেকা বাড়িতে ভাত খাওয়ার সময় মারা যান।
গোলাপ উদ্দিন আরও জানান, ভোটের মাঠে ভীষণ লড়াই। এ নিয়ে বেশ চিন্তিত ছিলেন তাঁর স্ত্রী মেনেকা। ভোটের এ লড়াইয়ে জিততে প্রতীক বরাদ্দের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে প্রতিদিন সকালে প্রচারে বের হন। গতকালও তাঁরা প্রস্তুতি নিচ্ছিলেন। খাওয়া শেষে তাঁদের বের হওয়ার কথা ছিল।
রিটার্নিং কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, বিষয়টি দুঃখজনক। তবে কচাকাটা ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত আসনে সদস্য পদে তিনি ছাড়াও আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁর মৃত্যুতে ভোট বন্ধের কোনো আশঙ্কা নেই। যথা নিয়মে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।