নওগাঁর রাণীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি তুলার মিল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মিল মালিকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কুবড়াতলি বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীনগর ও নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল মালিক বাদল হোসেন আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে কর্মচারীরা মিলের ভেতরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই মিলের আগুনের সূত্রপাত হয়। পাশে থাকা আনোয়ার হোসেনের তুলার মিলেও আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে রাণীনগর ও নওগাঁ থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গোডাউনে থাকা তুলা ও অন্যান্য যন্ত্রাংশ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদলের।
অপর মিল মালিক আনোয়ার হোসেন জানান, বাদলের মিলের আগুন তাঁর মিলেও ছড়িয়ে পড়ে। সবকিছু পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।