ফরিদপুরের কানাইপুর এলাকায় দুষ্কৃতকারীদের হামলায় এক পেঁয়াজ ব্যবসায়ী ও তাঁর স্ত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, কানাইপুরের পেঁয়াজ ব্যবসায়ী মো. শাহজাহান মোল্লা ও তাঁর স্ত্রী তানজিলা আলম। এই ঘটনায় কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতদের প্রথমে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক অফিসার গণেশ কুমার আগাওলা বলেন, আহত শাহজাহানের মাথায় জখম হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে পেটানো হয়েছে এবং তাঁর স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁরা শাহজাহানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
আহত শাহজাহান জানান, বাড়ির পাশের দুই প্রতিবেশী মুজিবর ও ওহাবের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি তাদের শান্ত করতে যান। এ সময় আবুল কালাম, আদু, হাসান ও মনির তাঁর ওপর হামলা করে। পরে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও লাঠি দিয়ে আঘাত করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছিল। তবে আহতের পক্ষ থেকে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।