নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিএডিসির সার ডিলার শেখ মো. মাসুমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার ধোপাগাড়া গ্রামের সাহাব উদ্দিন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কাছে অনিয়মের লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, কলমাকান্দার পোগলা ইউনিয়নের শুনই বাজারের বিএডিসির সার ডিলার মাসুমের শুনই বাজারে নিজস্ব কোনো দোকান বা ঘর নেই। নেত্রকোনা সদর থেকে সার ও বীজ এনে এলাকার সাধারণ কৃষকদের কাছে বিক্রিও করেন না। এতে এলাকার কৃষক সার ও বীজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যবস্থা নিতে ধোপাগাড়া গ্রামের সাহাব উদ্দিন বিশ্বাস এ অভিযোগ করেন।