হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হালদা নদীতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম।
জব্দ জালে কোনো মা-মাছ ধরা পড়েনি জানিয়ে ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, গতকাল হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।