হোম > ছাপা সংস্করণ

৩৩ ইউপির তফসিল ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৩৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এ ধাপে জেলার নবীনগর উপজেলায় ১৩, বাঞ্ছারামপুরে ১১ ও সরাইলে ৯ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

এর আগে প্রথম ধাপে সারা দেশে ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া যে সকল ইউনিয়নে ভোট গ্রহণ হবে,

সরাইল উপজেলার-সরাইল সদর, পানিশ্বর উত্তর, চুন্টা, অরুয়াইল, পাকশিমুল, শাহবাজপুর, শাহাজাদাপুর, নোয়াগাঁও ও কালিকচ্ছ। নবীনগর উপজেলায়-বীরগাঁও, নবীনগর (পূর্ব), নবীনগর (পশ্চিম), শ্রীরামপুর, ইব্রাহিমপুর, লাউরফতেহ পুর, জিনদপুর, সাতমোড়া, রছুল্লাহবাদ, শ্যামগ্রাম, বড়িকান্দি, ছলিমগঞ্জ ও রতনপুর। বাঞ্ছারাপুর উপজেলায়-তেজখালি, পাহাড়িয়াকান্দি, সোনারামপুর, দরিকান্দি, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর উত্তর, ফরদাবাদ, রুপসদি, ছলিমাবাদ, উচানচর পূর্ব ও মানিকপুর ইউনিয়ন।

এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, তৃতীয় ধাপে ৩৩ ইউপিতে নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দ্রুত প্রতিটি ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ