পটুয়াখালীর দশমিনায় নবনির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূম দুই ইউনিয়নে ১৮ জন সাধারণ সদস্য ও ৬ জন সংরক্ষিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ।
এর আগে ১৫ ডিসেম্বর দশমিনা সদর ইউনিয়ন ও বেতাগী সানকিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন শপথ বাক্য পাঠ করান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাইয়ূম বলেন, ‘বর্তমানে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় পরিচয়পত্র নিয়ে অসাধু ব্যক্তিদের মাধ্যমে পাসপোর্ট করে বিদেশ গমন করার পাঁয়তারা করছে আপনারা বিষয়ে সচেতন থাকবেন।’