ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। গতকাল বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি।
পরে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এ পুনর্মিলনী হবে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম। ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ টাকা।