খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণকাজ শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু সংলগ্ন প্রস্তাবিত বন্দর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
রামগড় ও ভারতের ত্রিপুরার সঙ্গে স্থলবন্দর চালুর লক্ষ্যে উপজেলার মহামুনি এলাকায় অধিগৃহীত ভূমি পরিদর্শন করেন তিনি ও সফরসঙ্গীরা। গতকাল দুপুরে রামগড় পৌঁছালে তাঁদের স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
স্থলবন্দর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর জানান, বন্দরের জন্য নতুন করে আরও জমি অধিগ্রহণ করা হবে। এই মাসের শেষে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বন্দরের অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। তিনি আরও জানান, রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালু করার ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে পুনরায় রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালু হবে।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সরোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ প্রমুখ।