হোম > ছাপা সংস্করণ

প্রশিক্ষণ শেষে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ সম্পন্ন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামীকাল রোববার। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়। ইতিমধ্যে দুই দিনের প্রশিক্ষণ শেষে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৯৯৫জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২৭৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৬০ জন এবং নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৩১৫ জন। পুরুষের চেয়ে নারী ভোটার ২ হাজার ২৫৫জন বেশি।

উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ১০ জন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৮ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) ৩ জন, জাকের পার্টির (গোলাপ ফুল প্রতীক) প্রতীকের দুজন, জাতীয় পার্টির (লাঙল প্রতীক) একজন এবং স্বতন্ত্র প্রার্থী ২৫ জন।

এ ছাড়া সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮৩ জন প্রার্থী। ১০ ইউপিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০ টি। এর মধ্যে ৪২ টি কেন্দ্রকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ, ৩১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৭ টি ভোট কেন্দ্রকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

ভোট গ্রহণ করা হবে ৬৩৫টি কক্ষে। ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ৯৯৫জন। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ৯০ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৬৩৫জন এবং পোলিং অফিসার ১ হাজার ২৭০ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, প্রশাসনের সাত স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ হবে। দুই দিনের প্রশিক্ষণ শেষে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণেরযাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিন সকালের প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ