হোম > ছাপা সংস্করণ

মহাসড়ক থেকে তিন চাকার ১১ যান জব্দ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে হাইওয়ে পুলিশ তিন চাকার যান চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে। গতকাল সোমবারের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ ১১টি তিন চাকার যান জব্দ করা হয়। এ সময় মহাসড়কের পাশের ফুটপাত উদ্ধারেও উচ্ছেদ অভিযান চালানো হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মহাসড়কে তিন চাকার যানসহ অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। গতকাল সোমবার দিনব্যাপী মিয়াবাজার থেকে দত্তসার পর্যন্ত ৪৪ কিলোমিটার মহাসড়কে অভিযান চালিয়ে ১১টি তিন চাকার যান জব্দ করা হয়।

এ সময় অবৈধ পার্কিংয়ের অভিযোগে বেশ কয়েকটি ছোটবড় যানবাহনও জব্দ করা হয়। একই সঙ্গে মহাসড়কের পাশের ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরুল হাসান। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহাসড়কে তিন চাকার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এরই ধারাবাহিকতায় গতকাল মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে অভিযান পরিচালনা করেন তাঁরা। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরুল হাসান আরও বলেন, ‘মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ হাইওয়ে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাই এগিয়ে এলে মহাসড়ক আরও নিরাপদ হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ