হোম > ছাপা সংস্করণ

‘বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলদাস উপাচার্য’

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

সরকার নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে দলদাস উপাচার্য নিয়োগ দিয়েছে। সেই দলদাসদের রক্ষার জন্য ছাত্রলীগকে কাজে লাগাচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত কোনো শিক্ষার্থীর কোনো ধরনের ক্ষতি হলে সেই দায় সরকারকেই নিতে হবে।

গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে এসব কথা বলেন নাগরিক ছাত্র ঐক্যের নেতারা। পরে মশাল মিছিল করেন তাঁরা।

নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন বলেন, যদি অনতিবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনকে অপসারণ ও ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার বিচার না করা হয়, তবে নাগরিক ছাত্র ঐক্য সারা দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে।

সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আজ (সোমবার) ২৪ জানুয়ারি ’৬৯-এর মহান গণ-অভ্যুত্থান দিবস। ৫৩ বছর আগে এই দিনে স্বৈরাচার আইয়ুববিরোধী মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন মতিউর রহমান মল্লিক। শাবিপ্রবিতে যে আন্দোলন, তা ওই দিনেরই ধারাবাহিকতা।

এ ছাড়া বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম মুর্তজা, মেহেদি হাসান লিমন প্রমুখ। এদিকে শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে অনশন করেন তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ