মহামারি, জলবায়ু পরিবর্তন এবং সংঘাত আরও বেশি মানুষকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে উল্লেখ করে, বিশ্বব্যাপী মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এখন আকাশচুম্বী এবং আগামী বছর তা সর্বকালের সর্বোচ্চে পৌঁছাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
জীবন রক্ষাকারী সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন এমন ১৮ কোটি ৩০ লাখ মানুষকে সাহায্য করার জন্য গতকাল বৃহস্পতিবার রেকর্ড ৪ হাজার ১০০ কোটি ডলারের আবেদন করেছে জাতিসংঘের মানবিক সংস্থা-ওসিএইচএ।
ওসিএইচএর প্রধান মার্টিন গ্রিফিথস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিশ্বব্যাপী অভাবগ্রস্ত মানুষের সংখ্যা এত বেশি কখনো ছিল না। জলবায়ুসংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষেরাই প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অংশে দীর্ঘস্থায়ী সংঘাত এবং অস্থিতিশীলতা বেড়েই চলেছে, বিশেষ করে ইথিওপিয়া, মিয়ানমার এবং আফগানিস্তানে।’
নিজেদের ‘গ্লোবাল হিউম্যানিটারিয়ান ওভারভিউ’ প্রতিবেদনে ওসিএইচএ জানিয়েছে, আগামী বছর বিশ্বব্যাপী ২৭ কোটি ৪০ রাখ মানুষের কিছু না কিছু জরুরি সহায়তার প্রয়োজন হবে, যা গত বছরের রেকর্ড সংখ্যার চেয়েও ১৭ শতাংশ বেশি। সংস্থাটি বলছে, ২০২২ সালে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ২৯ জনের মধ্যে একজনের সাহায্যের প্রয়োজন হবে, যা ২০১৫ সালের তুলনায় ২৫০ শতাংশ বেশি।
এদিকে সহায়তার জন্য ওসিএইচএ ৪ হাজার ১০০ কোটি ডলারের আবেদন তা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, এ বছর দাতারা ১ হাজার ৭০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ প্রদান করেছে যা ছিল চাহিদার অর্ধেকেরও কম।