হোম > ছাপা সংস্করণ

পাঁচ বছরেও শেষ হয়নি আশ্রয়কেন্দ্রের কাজ

বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়ায় পাঁচ বছরেও শেষ হয়নি স্কুল ও মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার প্রজেক্টের (এমডিএসপি) কাজ। নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আংশিক কাজ করে বাকি কাজ ফেলে রেখেছে গত তিন বছর ধরে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়, শেল্টার, রাস্তা, পুল এবং সাঁকো আংশিক কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন ইউনিয়নে ১২টি সাইক্লোন শেল্টার এবং ৮টি বিদ্যালয়ে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি বরিশাল-২ আসনের তৎকালীন সাংসদ তালুকদার মো. ইউনুচ ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ শুরু করে কয়েকটি বিদ্যালয়ের কাজ করার পর বেশির ভাগই ফেলে রাখা হয়েছে। এমনকি সংযোগ সড়ক নির্মাণের জন্য সড়ক ও ব্রিজগুলো ভেঙে ওভাবেই ফেলে রাখা হয়েছে।

বিশারকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার মণ্ডল জানান, ত্রিমুখী কদমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। চার বছর আগে বিদ্যালয়টি থেকে বটতলা ব্রিজ নাথারকান্দী সংযোগ সড়ক ও ছোট বড় ১০টি কালভার্ট নির্মাণের জন্য রাস্তা–সাঁকো ভেঙে ফেলা হয়।

নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী দেলোয়ার হোসেনে মোবাইল ফোনে জানান, করোনার কারণে কাজের গতি কম। ১২টি সাইক্লোন শেল্টারের মধ্যে ৫ টির কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে।

৫ বছর ধরে কাজ করছেন, এখনো বলছেন শিগগির শেষ করা হবে; এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘৫ বছর পেলেন কোথায়!’ ভিত্তি প্রস্তরে লেখা আছে বললে তিনি বলেন, ‘আমি অ্যাকাউন্টসের লোক। আপনি অফিসে যোগাযোগ করেন।’

বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, ইউপিতে তিনটি বিদ্যালয় ও এর সংশ্লিষ্ট সড়ক নির্মাণের কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘যত দূর জেনেছি, তাতে কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ