মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, খর্গপুর এলাকার বাসিন্দা মেহেদী হাসান (৩০), শাহাজ উদ্দিন (৫০), মজলিশপুর এলাকার মো. বিল্লাল ঢালী (৫০), মো. ফয়জল হক মোল্লা বাবু (৩৫)। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া জানান, বিভিন্ন মামলায় অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।