নাঙ্গলকোট পৌরসভার নির্বাচন আজ সোমবার। এবার প্রথম ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত শনিবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলো হলো, নাঙ্গলকোট এ আর মডেল উচ্চবিদ্যালয়, থানা কমপ্লেক্স শিশু নিকেতন, হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, মডেল মহিলা কলেজ, ধাতীশ্বর উচ্চবিদ্যালয়, কেন্দ্রা প্রাথমিক বিদ্যালয় ও বাতুপাড়া প্রাথমিক বিদ্যালয়।
নাঙ্গলকোট পৌর নির্বাচনে ৯ ওয়ার্ডে ৪৩ জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ১৯ হাজার ৮১১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯২৬ জন ও নারী ভোটার ৯ হাজার ৮৮৫ জন।
এদিকে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আব্দুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আলাদা নজরদারি করা হবে। যাতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে। শতভাগ শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছি।